ইলিশের বাড়ি চাঁদপুর। জেলা ব্র্যান্ডিং হিসাবে চাঁদপুর জেলা এখন “ইলিশের বাড়ি চাঁদপুর” হিসাবে পরিচিত। চাঁদপুরে প্রচুর ইলিশ উৎপাদন হয়।ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ।বিশ্বব্যাপী ইলিশ মাছ চাঁদপুরের ইলিশ মাছ হিসাবে সুপরিচিত।
মেঘনাপারের জনগোষ্ঠীর বড় গর্বের জায়গাটি দখল করে আছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এখানকার নারীরা ইলিশ সংশিস্নষ্ট রান্নাতেও দারম্নণ তৎপর ও পারদর্শী। আবার পদ্মার ইলিশের শুধু দুই বাংলাতে নয়, এই সুদূর লন্ডন, নিউইয়র্কের বাজারেও বিরাট চাহিদা। এই পদ্মা নদীর মাঝিদের নিয়ে উপন্যাস লিখে খ্যাতি কুড়িয়েছেন কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়। নজরুলের একটি বিখ্যাত গান ‘পদ্মার ঢেউরে।’ জীবনে বহুবার পদ্মা পারাপার করেছি। চাঁদপুরের কাছে যেখানে পদ্মা আর মেঘনা একত্রিত হয়েছে, সেখানে দুই নদীর দুই রঙের জলধারা দেখে বিস্মিত হয়েছিল অনেকেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস