Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
অঙ্গীকার, চাঁদপুর
Details

শহরের মুক্তিযোদ্ধা সড়কের পাশের লেকে হাসান আলী সরকারি হাইস্কুল মাঠেরসামনে একাত্তরের শহীদ স্মরণে নির্মিত হয়েছে স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার'। 'অপরাজেয় বাংলা'রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ ভাস্কর্যটির স্থপতি। সিমেন্ট, পাথর আর লোহাদিয়ে তৈরি বেদীসহ এইভাস্কর্যটির উচ্চতা ১৫ ফুট।এর দৃঢ় মুষ্ঠি স্বাধীনতার স্বপক্ষজনতার দৃঢ়তার প্রতীক, আর অস্ত্রটি স্বাধীনতা অর্জন এবং তা রক্ষার শক্তির প্রতীক।জনগণের দৃঢ়তার সাথে অস্ত্রের সমন্বয়ে সৃষ্টি হয়েছে একটি দৃঢ় অঙ্গীকার। চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসকএসএম শামছুল আলমের প্রচেষ্টায় ১৯৮৯ সালে দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি তৈরী করা হয়। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় অঙ্গীকারকে অপরূপ দেখায়।প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ অন্যান্য জাতীয় দিবসসমূহের সূচনা হয়  'অঙ্গীকার'পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে‌।