Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
মোলহেড, চাঁদপুর
Details

চাঁদপুর শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত এ মোলহেড নদীবিধৌত চাঁদপুরের প্রধানতম আকর্ষণীয় স্থান। মূলত: এটি চাঁদপুর শহর রক্ষা বাঁধের একটি অংশ। মোলহেড সংলগ্ন পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থল রূপালী ইলিশের উৎকৃষ্টতম প্রজনন কেন্দ্র। সাগর থেকে উঠে আসা মা-ইলিশ এ মোলহেড সংলগ্ন ত্রি-মোহনায় ডিম ছাড়ে এবং জাটকা থেকে কিশোর ইলিশ (টেম্পু ইলিশ) পর্যন্ত বৃদ্ধি এ মোলহেড সংলগ্ন ত্রি-মোহনায় ঘটে। তাই দেশের ইলিশ উৎপাদনে এ ত্রি-মোহনার গুরুত্ব অসীম। মোলহেড শুধুমাত্র রূপালী ইলিশের ডিম ত্যাগ এবং বেড়ে ওঠার স্থান হিসেবেই খ্যাত নয়,এর প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয়। পূর্ণাঙ্গ বর্ষায় পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার এ ত্রি-মোহনায় জলরাশিতে বড় আকারের ঘূর্ণি সৃষ্টি হয় এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ে এই মোলহেডে। এ সময়ে বিপুল পরিমাণ জলরাশির গর্জন এবং ত্রি-মোহনায় পানির তলদেশে তীব্র স্রোতের ফলে মোলহেডে কম্পন অনুভব করা যায়। আবার শান্ত নদীতে স্বচ্ছ জলরাশি, চলমান অসংখ্য যাত্রীবাহী নৌকা, লঞ্চ-স্টীমার এবং ছায়া ঘেরা মোলহেড এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। এখানে সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত লোকের সমাগম ঘটে।